বুরকিনা ফাসোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩৫

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ১২:১৩ পিএম

পশ্চিম আফ্💟রিকার দেশ বুরকিনা ফাসোতে বো𒁏মা বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার উত্তরাঞ্চলীয় শহর জিবো থেকে আসা একটি গাড়ি সড়কে পেতে রাখা বোমার সঙ্গে ধাক্কা লাগলে এই বিস্ফোরণ হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই এলাকায় উগ্র ইসলামি জঙ্গিদের তৎপরতা ব🍸েড়েছে বলে জানা গেছে।

এক বিবৃতিতে দেশটির অন্তর্বর্তীকালীন সামরিক সরকার বলেছে, রাজধানী ওয়াগাডুগউ অভিমুখে আগত একটি গা𒉰ড়িবহরে উত্তরাঞ্চলীয় শহর জিবো ও বোরজাঙ্গার মধ্যবর্তী এলাকায় সড়কে থাকা বিস্ফোরক ডিভাইসে আঘাত লাগে। এতে অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, “নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকাটিকে সুরক্ষিত করেছে। ক্ষতিগ্রস্তদের সহা꧋য়তা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

২০১৫ সাল থেকেই এই এলাকায় উগ্র ইসলামপ🧸ন্থী জঙ্গিরা বিভিন্ন গ্রাম, পুলিশ ও সামরিক চৌকিতে হামলা চালাচ্ছে। এর আগেও বিভিন্ন হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে।