২০ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন ইউরোর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৪:২৭ পিএম

ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রধান লাইনটি বন্ধ থাকায় প্রভাব পড়তে শুরু করেছে মুদ্রাবাজারেও। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ইউরোর দরপতন ঘটেছে ২০ বছরের মধ্যে সܫর্বোচ্চ।

দ্য গার্ডিয়ান জানায়, এখন ৯৯ সেন্টেই মিলছে এক ইউরো (১ 𒊎ডলার= ১০০ সেন্ট)। অর্থাৎ মুদ্রাবাজা﷽রে এখন ইউরোর থেকে ডলার শক্তিশালী।

ইউরোপে গ্যাসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া এবং জ্বালানি স🌜রবরাহের অনিশ্চয়তার কারণেই এমনটি হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।

রক্🦩ষণাবেক্ষণ কাজ শেষে শনিবার গ্যাস সরবরাহ পুনরায় চালু করার কথা ছিল রাশিয়ার। তবে টারবাইনে ত্রুট💃ির ছুতো দেখিয়ে প্রধান এই লাইনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে দেশটি।

ইউরোপে আসা রাশিয়ার গ্যাসের এক-তৃতীয়াংশ আসে এই প🀅াইপলাইন দিয়ে। এটি বন্ধ হওয়ায় গ্যাস সরবরাহ অনেক কমে গেছে এবং জ্বালানিনির্ভর শিল্পগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার অর্থায়ন বন্ধের প্রয়াসে মস্কোর জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা জোট ও ইউরোপꦍ। তবে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল ইউরোপের দেশগুলো এখন উভয় ☂সংকটে পড়েছে।