চীনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিচু🃏য়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৭ জনের মৃত্যু হয়েছে।
চীনের সিসিটিভির বরাত দিয়ে সিএনএন জানায়, সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ১০ কিলোমিটার গভীরতার ভূমিকম্পটি ওই অঞ্চলে আঘাত হ🧸ানে।
তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে এলাকাটিতে। উদ্ধারকর্মীরা ভূমিকম্পের কারণে সৃ✤ষ্ট বিপর্যয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
প্রায় সাড়ে আট কোটি মানুষ বসবাসরত চীনের সিচুয়ান প্রদেশটি বেশ ভূমিকম্পপ্রবণ এলাকা। গত বছর ৬ মাত্রার ভূমিকম্পে সেখান অন্তত তিন𝕴জন মারা যায়। আহত হয় ৬০ জন।
এর আগে ২০০৮ সালে ৭.৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ ম♏ারা যায় সেখানে।