গ্যাসের পাইকারি দাম বেড়েছে ইউরোপে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৩:১৬ পিএম

ইউরোপে গ্যাস সরবরাহকারী প্রধান পাইপলাইনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে রাশিয়া। এর প্রভ💛াবে পুরো ইউরোপে গ্যাসের পাইকারি দাম আকাশ ছুঁয়েছে। যার কা🗹রণে দাম বাড়ছে সব ধরনের পণ্যের।

স্কাই নিউজ জানায়, শীতের আগেই গ্যাসের দাম এভাবে বাড়তে থাকলে শীতের সময় ইউরোপের অর্থনীতিতে আরও বড় আঘাত𒈔 আসতে পারে বলে ধারণাꦗ করছেন বিশ্লেষকেরা।

জার্মানিতে নর্ডস্ট্রিমের ১ নম্বর পাইপলাইনটি বন্ধ করে দেওয়ায় এমജন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাশিয়া বলছে রক্ষণাবেক্ষণ কাজের সময় টারবাইনে সমস্🍃যা পাওয়া গেছে। এ কারণেই বন্ধ আছে লাইনটি।

তবে ইউরোপিয়ান সরকা💫রগুলো বলছে প্রতিশোধ নেওয়ার জন্যই এমন করছে রাশিয়া। সোমবার বাজার চালু হওয়ার পরেই গ্যাস বন্ধের প্রভাব দেখা যাচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাসের দাম গত শনিবার পর্যন্ত ৪০০ শতাংশ বেড়েছে। নর্ডস্ট্রিমের ১ নং পাইপলাইনটি অনির🌄্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় সোমবারে গ্যাসের দাম🔯 এক লাফে আরও ৩০ শতাংশ বেড়ে গেছে।

রাশিয়ার সিদ্ধান্তে ভুগছে ইউরোপের শেয়াꦦরবাজারও। এখন পর্যꦗন্ত ২ শতাংশ দরপতন ঘটেছে সেখানে।

ইউরো🏅পে আসা রাশিয়ার গ্যাসের এক-তৃতীয়াংশ আসে এই পাইপলাইন দিয়ে। এটি বন্ধ হওয়ায় গ্যাস সরবরাহ অনেক কমে গেছে এবং জ্বালানিনির্ভর শিল্পগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

উৎপাদকরা বলছেন, গ্যাসের দ🎉াম অতিমাত্রায় বাড়ার কারণে তাদের উৎপাদন কমে গেছে। ফলে তারা কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন।

এদিকে পরিস্থিতি সামলাতে জার্মানি ইতোমধ্যে ৬🍎 হাজার ৪০০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।

অনꦕ্যদ🔴িকে যুক্তরাজ্য বলছে রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি বন্ধ করেছে দেশটি।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার অর্থায়ন বন্ধের প্রয়াসে মস্কোর জ্বালানি আমদানি꧑তে নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা জোট ও ইউরোপ। তবে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল ইউরোপিয়ান দেশগুলো এখন উভয় সংকটে পড়েছে।