প্রেমে পড়লে জানাতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৫:৩৩ পিএম

ইসরায়েলের দখলকৃতဣ পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনি নাগরিকের সাথে সম্পর্কে জড়ালে জানাতে হবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। 

বিবিসি জানায়, বিদেশি নাগꦑরিকদ♚ের জন্য এমন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কোনো বিদেশি ওই অঞ্চল🧸ের কাউকে বিয়ে করেন তবে ২৭ মাস পর অন্তত ছয় মাসের জন্য তাদেরকে এলাকা ছাড়তে হবে।

পশ্চি🐈ম তীরে বসবাসরত বা সেখানে যে𓂃তে ইচ্ছুক বিদেশিদের জন্য নিয়ম কড়াকড়ি করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফিলিস্তিন এবং ইসরায়েলে কার্যক্রম পরিচালনা করা এনজিওগুলো বলেছে, “༺বিদেশিদের জন্য বিধিনিষেধকে অনন্য মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে।”

এনজি♔ও কর্মী জেসিকা মনটেল বলেন, “এসব নিয়ম📖কানুনের কারণে ফিলিস্তিনে এসে কাজ করাটাই কঠিন হয়ে গেছে।”

নতুন নিয়ম অনুসারে, সম্পর্কে জড়ালে ৩০ দিনের 🥀মধ্যেই তথ্য জানাতে হবে কর্তৃপক🌜্ষকে।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের মাধ্যমে জর্꧒ডান থেকে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে এই অঞ্চলটি শাসন করছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিট।