নারীদের প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে এক পুরুষ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০৭:৪৬ পিএম

অস্ট্রেলিয়ায় ‘উইমেন ইন টেকনোলজি’ নামের একটি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রাখা হয়েছে সাইমন বাটন নামের এক ব্যক্তিকে। পুরুষ হয়েও নারীদের তালিকায় তার নাম ওঠা নিয়♏ে চলছে বেশ আলোচনা-সমালোচনা।

এনডিটিভি জানায়, আয়োজক প্রতিষ্ঠান এ বিষয়ে ইতিবাচক থাকলেও নেটিজেনরা ম💫িশ্র প্রতিক্রিয়াღ জানাচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান ডব্লিউ আই টি বলছে, “আমরা এবারই প্রথম একটি লিঙ্গ নিরপেক্ষ সম্মাননা দিচ্ছি। এর মাধ্যমে আমাদের কমিউনিটির পরিবর্তনশীল চিন্তাধারার প্রতিফলন ঘটানো সম্ভব হবে।”

প্💫রতিষ্ঠানটি জানায়, এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সাইমনই পুরুষ হিসেবে প্রথম প্রার্থী। নারীদের এꦗগিয়ে যেতে উৎসাহ দেয় যেসব পুরুষ, তাদের এভাবে মনোনীত করতে চায় তারা।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছে♉ন, “নারীদের সমর্থন দিবে বলেই𓆏 আপনারা একজন পুরুষকে ‘উইমেন ইন টেকনোলজি’ ক্যাটাগরিতে মনোনীত করবেন?”

আরেকজন লিখেছেন, “ফাজলামো নাকি?”

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সাইমন বাটন সম্পর্কে লেখা হয়𝓀েছে, “তিনি এমন একজন ব্যক্তি যিনি নিরপেক্ষভাবে সবার মতামতকে গুরুত্ব দেন। একইসাথে তিনি তার কর্মক্ষেত্রে বৈচিত্র্য ও সমতাকে সবকিছুর উর্ধ্বে জায়গা দেন।”

চূড়ান্ত পর্বে আরও তিনজন নারী জায়গা করে নিয়েছেন। তারা নিজেদের কর্ম🙈ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করছেন।

পেশাগত পরিসরে নারীদের বিশেষ অর্জনগুলোকে 🐟স্বীকৃতি জানাতে প্রতিবছর এই সম্মাননা দেওয়া হয়।