শ্রীলঙ্কার চিত্র এবার ইরাকের প্রধানমন্ত্রীর প্রাসাদে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০৩:৪৬ পিএম

শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল ইরাকের রাজধানী বাগদাদ। বিক্ষোভকারীরা গ্রিন জোনে প🌄্রবেশ করে দেশের প্রধানমন্ত্রীর প্ౠরাসাদে হামলা চালায়।

সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই পরিস্থিতিকে শ্রীলঙ্কা-সংকটের সঙ্গে তুলনা ক𝔉রেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা প্রাসাদের সুইমিং পুলে নেমে হইহুল্লোড় করছ😼ে। ঠিক যেমন শ্রীলঙ্কার গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে কলম্বোয় প্রেসিডেন্টের প্রাসাদে তোলপাড় চালিয়েছিলেন বিক্ষোভকারীরা।

মুকতাদা আল-সদরের অনুসারীরা সরকারি ভবনের বাইরের বেষ্টনী ভেঙে ফেলে প্𝔍রাসাদে প্রবেশ করে বিভিন্ন জিনিস তছনছ করে। পরে প্রেসিডেন্ট প্রাসাদে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

সোমবার প্র🦄ধানমন্ত্রী পদে নির্বাচনে আইনি বাধার কারণে ইরাকি নেতা মুকতাদা আল-সদর রাজনীতি 🐻ছাড়ায় ঘোষণা দেওয়ার পরই ফুঁসে ওঠে সমর্থকেরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩০ জন নিহত ও ৭০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

সমর্থকদের প্রাণহানির পর বিচারের দাবি♉তে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন সদর। দেশজুড়ে কারফিউ জারি করেছে সরকার।