কাতারে বিক্ষোভের জেরে বাংলাদেশিসহ অভিবাসী শ্রমিক বহিষ্কার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ০৯:৩২ এএম

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের জেরে বিভিন্ন দেশেরꩲ বেশ কয়েকজন বিদেশি শ্রমিককে বিতাড়িত করার ঘোষণা দিয়েছে কাতার সরকার। তাদের মধ্য🐈ে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

সরকারি সূত্র জানিয়েছে, কাতারের জননিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এসব বিক্ষোভকারীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও তাদের অনেকের দাবি, সাত মাস 🦄ধরে কাউকে বেতন দেওয়া হয়নি।

১৪ অগাস্ট আল বান্দারি ইন্টারন্যাশনাল গ্রুপের দোহা অফিসের বাইরে এসব অভিবাসী বি𝔉ক্ষোভ করেন। অর্ধশতাধিক 🐲অভিবাসী এই বিক্ষোভে অংশ নেন।

সে সময় বেশ কয়েকজন বিক♔্ষোভকারীকে আটক করা হয়। বিক্ষোভকারী শ্রমিকরা বাংলাদেশ, ভারত, নেপাল, মিসর ও ফিলিপ൲াইনের নাগরিক বলে জানা গেছে। তবে তাদের সংখ্যা জানায়নি কর্তৃপক্ষ।

২০১০ সালে কাতার চলতি বছরের ফুটবল বিশ্বকাপ আয়োজনে💎র দায়িত্ব পায়। এরপর থেকে সারা দেশে🌱 স্টেডিয়াম ও অন্যান্য অবকাঠামো নির্মাণের ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়।

তখন থেকেই এসব নির্মাণকাজে জড়িত অভিবাসী শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। যদিও কাতার সরকার বলছে, যাদের বহিষ্কার করা হয়েছে, তারা দে🗹শের নিরাপত্তা লঙ্ঘন করেছেন।

নভেম্বরে ফু🐎টবল বিশ্বকাপ শুরুর আগে এমন পদক্ষেপ কাতারের ভাবমূর্তি নষ্ট করতে পারಞে বলেই আশঙ্কা করা হচ্ছে।