থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল আদালত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৫:০২ পিএম

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচার ক্ষমতা স্থগিতের আদেশ দিয়েছে দেশটির আদালত। প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার ব্যাপারে পর্যালোচনার (রিভিউ) জন্য বিরোধীদের আবেদনের প🍨্রেক্ষিতে বুধবার এ রায় দেওয়া হয়𝓀।

২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রয়ুথ। এবছর তার আট বছরের মেয়াদ শেষ হয়েছে দাবি জানিয়ে আদালতের দ্বারস♉্থ🔯 হয় বিরোধী দলগুলো।

মামলার রায়ে পদচ্যুত হতে পারেন প্রধানমন্ত্রী। আদালতের বিবৃতিতে বলা হয়, বিচারকরা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রয়ুথকে পদ থ🧔েকে🦋 বরখাস্ত করতে সম্মত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “যতক্ষণ না আদালত পরবর্তী রায় দেন, ততক্ষণ সংখ্যাগরিষ্ঠ ভোটে ২৪ আগস্ট থেকে প্রায়ুথের প্রধানমন্ত্রী পদ স্থগিত কꩲরা হচ্ছে।”

🐻প্রয়ুথ ত💙ার মেয়াদ সীমা অতিক্রম করে সংবিধান লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে পরবর্তী রায় দেবে আদালত।

থাই 🍬আইন অনুযায়ী উপ-প্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে প্রয়ুথের দায়িত্ব নিতে পারেন। তবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। যদিও আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় পাবেন প্রায়ুথ চান-ও♕চা।