সমকামিতার বৈধতা দিল সিঙ্গাপুর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০২২, ০২:৫৯ পিএম

একই লিঙ্গের ব্যক্তিদের সম্পর্ক স্থাপন নিষিদ্ধের আইন বাতিল করে সমকামিতার বৈধতা ঘোষণা ꦆকরল সিঙ্গাপুর সরকার। বিবিসি জানায়, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রী লি সিয🃏়েন লুং এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

কয়েক বছর ধরে তীব্র বিতর্🅺কের পর এই পদক্ষেপ নিল সিঙ্গাপুর। সমকামী ও তৃতীয় লিঙ্গের এলজিবিটি অধিকারকর্মীরা এই পদক্ষেপকে ‘মানবতার জয়’ বলে স্বাগত জানিয়েছেন।

রক্ষণশীল মূল্ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚযবোধের জন্য পরিচিত সিঙ্গাপুরে সাম্প্রতিক বছরগুলোতে বিপুলসংখ্যক মানুষ🎉 ঔপনিবেশিক যুগের সমকামিতাবিরোধী আইন বাতিলের আহ্বান জানিয়ে আসছেন। ভারত, তাইওয়ান ও থাইল্যান্ডের পর এশিয়ার সর্বশেষ দেশ হিসেবে সমকামিতার বৈধতা দিল সিঙ্গাপুর।

রোব🎶বার রাতে প্রধানমন্🐲ত্রী লি বলেন, “এই আইনটি বাতিল করাই হবে সঠিক কাজ। সিঙ্গাপুরের অধিকাংশ মানুষ এ সিদ্ধান্ত গ্রহণ করবে।”

এর আগে সিঙ্গাপুরের ৩৭৭-এ আইনের ধারায় পুরুষদের সমকামিতা নিষিদ্ধ ছিল। যদিও উভয় পক্ষꦬের অধিকার রকꦗ্ষায় এই আইন প্রয়োগ না করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার।