তুরস্কে দুই সড়ক দুর্ঘটনায় হতাহত ৯২

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০১:২৯ পিএম

তুরস্কে🐓 দুটি পৃথক সড়ক দুর🍎্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০ জন।

স্থানীয় সময় শনিবার সকালে গাজিয়ান্তেপের কাছে একটি সড়ক দুর্ঘটনার স্থলে আরেকটি বাস এসে ধাক্কা দেয়। এতে ১৬ জন নিহত ও ২১ জন 🔯আহত হয়।

গাজিয়ান্তেপে একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে সেখানে উদ্ধার কাজের জন্য ছুটে আসেন অগ্নিনির্বাপক ও জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা। এসময় খবর সংগ্রহ করতে সাংবাদিকেরা🐽ও উপস্থিত হন।

এমন সময়ই দ্রুতগতির বাসটি তাদের উপর উঠে যায়। বাসের ধাক্কায় সেখানে থাকা একটি অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে গিয়েছে। এ ঘটনায় তদন্তཧ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির আইনমন্ত্রী।

এর কয়েক ঘন্ট💮া পরে ২৫০ কিলোমিটার দূরের শহর মারদিনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মান꧋ুষের ভিড়ের উপর উঠে যায়। এতে ১৬ জন নিহত হয়। দুই ঘটনার মধ্যে কোনো সংযোগের নেই বলে জানিয়েছে বিবিসি।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানান, 🍎দ্বিতীয় দুর্ঘটনায় ২৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

এক টুইটে তিনিജ লিখেছেন, মার্ডিন প্রদেশের ডেরিক শহরে একটি লরি নিয়ন💜্ত্রণ হারিয়ে মানুষের ভিড়ে আঘাত করেছে। এতে অনেকে হতাহত হয়েছে।