আফগান কবি আতেফিকে হত্যা করেছে তালেবানরা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ১০:২০ এএম

আফগান কবি আবদুল্লাহ আতেফিকে নির্যাতনের পর গুলি🎃 করে হত্যা করেছে তালেবানরা। স্থানীয় এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।

উরুজগান 🍌প্রদেশের গভর্নর মোহাম্মদ ওমর শিরজাদ জানান, কবি আবদুল্লাহ আতেফিকে ৪ আগস্ট চোরা জেলায় হত্যা করা হয়েছে।

আরএফই/আরএল এর রেডিও আজাদীকে শিরজাদ বলেন, 'তালেবানরা চোরা জেলায় আবদুল্লাহ আতেফি নামর একজন কবিকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায়। প্রথমে তাকে নির্যাতন করে এবং তারপর তাকে হত্যা করা হয়।

এদিকে কবি আতেফির হত্যাকাণ্ডে তালেবানদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তালেবান মুখপাত্র কার😼ি ইউসুফ আহমদী।

উরুজগানের বেশ কয়েকটি জেলার মধ্যে চোরা জেলাও সম্প্রতি ౠতালেবানদ𝐆ের দখলে চলে গেছে। এছাড়া ;প্রাদেশিক রাজধানী তিরিন কোট কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ হয়ে রয়েছে।

আগ্রাসী তালেবান সমাজের বিখ্যাত ব্যক্তিদেরও ছাড়েনি। জঙ্গিগোষ্ঠীর সমালোচক কর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ধর্মীয় আলেমদের🌞 হত্যার অভিযোগ রয়েছে তালেবানে🤪র বিরুদ্ধে।

এর আগে ২৮ জুলাই কমেডিয়ান ফজল মোহাম্মদকে হত্যার&nb♎sp;কথা স্বীকার করে তালেবানরা। ফজল মোহাম্মদকে  মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসার পর 🎐তারা স্বীকারোক্তি দেয়। আরেকটি ভিডিওতে তার মৃতদেহ দেখানো হয়।

এছাড়া আফগান পুলিশ কর্মকর্তা মোহাম্মদকেও দ▨ক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

গত ১ মে মার্কিন নেতৃত্বাধীন সেনা প্রত্যাহার শুরু হওয়া꧟র পর থেকে তালেবানরা কয়ে✱কটি জেলা দখল করে নিয়েছে। 

বেসামরিক নাগরিক 𒊎এবং আফগান নিরাপত্তা বাহি𝔍নীর বিরুদ্ধে আক্রমণ তীব্র করে তুলেছে তালেবানরা। কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রদেশ তখারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা দখল করেছে তালেবানরা।

 

সূত্র: গানধারা