তরুণদের মদ পানে উৎসাহিত করছে জাপান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০১:৫৮ পিএম

প্রাপ্তবয়স্কদের মদ পানে উৎসাহিত করতেꦰ নতুন প্রচারাভিযান শুরু করছে জাপান।

বিবিসি জানায়, তরুণ প্রজন্ম তাদের বাবা-মায়ের চেয়ে অ্যালকোহলযুক্ত পানীয় পানে কম আ💝গ্রহী হওয়ায় সরকারের কর আদায় কমে গেছে। অ্যালকোহলের বাজার ধসের পেছনে জনসংখ্যা ও জন্মহার হ্রাসের ভূমিকা রয়েছে। 

সে কারণেই মদ্যপানের প্রচারে নতুন কৌশল অবলম্বন করছে জাতীয় কর কর্তৃপক্ষ। ‘সেক ভাইভা!’ শিরো♍নামের এই প্রচারাভিযানে মদ্যপানকে আরও আকর্ষণীয় করে তোলার আশা করছে সরকার। এর জন্য আয়োজন করা হღবে বিশেষ এক প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় ২০ থেকে ৩৯ বছর বয়সী ছেলেমেয়েরা মদ্যপানে উৎসাহিত করবে তাদেরই সমবয়সীদের। জাপানিদের শোচু, ജহুইস্কি, বিয়ার বা ওয়াইন খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানাবেন তারা।

কর্তৃপক্ষ জানায়, মহামারি চলাকালীন বয়স্করাও অ্যালকোহলযুক্ত পানীয় কেনার হার কমিয়ে দিয়েছে। তাই সব বয়সীদের জন্য পানীয়ের প্রচার ও ব্র্যান্ডি🦩ংয়ে অত্যাধুনিক পরিকল্পনা নিয়ে আসতে চান তারা।

জাপানি সংবাদমাধ্যমগুলো বলছে, এই প্রচারাভিযান নিয়ে জনগণের মাঝে মি🔜শ্রিত প্রতিক্রিয়া দেখা গেছে। অস্বাস্থ্যকর অভ্যাস প্রচারের জন্য সমালোচন🔴াও হচ্ছে প্রচুর।