আলজেরিয়ার উত্তরা𒁃ঞ্চলের বনে দাবানলে অন্তত ২৬ জন নিহ🎃ত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
🍸দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ জানান, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফে ২৪ জন মারা জন। এছাড়া সেতিফ এলাকায় এক মা ও মেয়ে মারা গেছেন।
অগ্নিনির্বাপক কর্মীরা 🍃বুধবার সন্ধ্যা থেকে হেলꦿিকপ্টার নিয়ে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিভিন্ন প্রদেশে প্রায় ৩৫০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এল টারফ এলাকা। সেখানে অন্তত ১৬টি বনে আগুন🎃 লেগেছে।
নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে কর্মকর্তারা জানান আগুনে বেশ কিছু বাড়ি ও গ্রাম পুড়ে গেছে🍨। বুধবারের দাবানলের ফলে এ মৌসুমে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০।
উত্তর আলজেরিয়ায় প্রতিবছরই দাবানল দেখা দেয়। গত বছর দাবানলে ৯০ জন মারা যান। ১ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যা🌄য়।
গত আগস্টে আলজেরিয়ার কাবাইল অঞ্চলে দাবানলের পর অগ্নিসংযোগের কারণে আগুন লেগেছে𝓀 বলে অভিযোগ করা হয়। সে সময় বিভিন্ন এলাকায় প্রায় একযোগে ৫০টি দাবানল ছড়িয়ে পড়ে।