জেরুজালেমে বন্দুক হামলা, ৮ ইসরায়েলি আহত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ১০:২৩ এএম

ফিলিস্তিনের পবিত্র শহর জেরুজালেমের ওল্ড সিটির কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেඣছে। বার্ꦬতা সংস্থা এপি জানায়, স্থানীয় সময় রবিবার ভোরে একটি বাসে বন্দুকধারীর হামলায় আট ইসরায়েলি আহত হয়েছে।

গাজায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র দলের মধ্যে সংঘর্ষের এক সপ্তাহ পর এই ঘটনা ঘটল। এটি ফিলিস্তিনি হামলা বলেই ধারণা করা ꦏহচ্ছে।

পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের ম𒆙ধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজন গর্ভবতী নারী রয়েছেন। ౠস্থানীয় হাসপাতাল তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইহুদিদের প্রার্থনার পবিত্রতম স্থান ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে🍷 বাসটি অপেক✨্ষা করার সময় গুলি চালান হামলাকারী। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে সিলওয়ানের নিকটবর্তী ফিলিস্তিনি এলাকাগুলোতেও তল্লাশি চলছে।

গত সপ্তাহে গাজা উপত্যকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের (পিআইজে) সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসরায়েলি বাহিনী। তিন দিনের ভয়াবহ লড়াইয়ে পিআইজের দুই কমান্ডারসহ ৪০ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়। তাদের মধ্যে ১৫ জন শিশুও রয়েছে।