পশ্চিমা জোট ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় র🎃াখছে তুরস্ক। এমনকি রাশিয়ার দাবি মেনে তারা রুবল দিয়ে গ্যাস কিনবে বলে ঘোষণা দিয়েছে।
এএফপি জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পꦦুতিনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদো💎য়ান।
পুতিনের সঙ্গে শুক্রবার চার ঘণ্টা ধরে বৈঠক করেন এই নেতা। বৈঠকের পর এরদোয়ান সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে রাশিয়া ও তু👍রস্কের সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে। যদিও গ্যাসের দামের কত শতাংশ তুরস্ক রুবলে শ💦োধ করবে, সে বিষয়ে মস্কো বা ইস্তাম্বুল কোনো তথ্য দেয়নি।
ন্যাটোর সদস্য হলেও তেল, গ্যাস ও পর্যটনের জন্য 🍨রাশিয়ার ওপর নির্ভরশীল তুরস্ক। তাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী তারা।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটের অন্য দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ 🐠করলেও তুরস্ক তা করেনি। তাই এরদোয়ানের নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা খুব একটা খুশি হবে না বলেই মনে করা হচ্ছে।