ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ ২৯ ফিলিস্তিনি নিহত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ০২:২৭ পিএম

গাজায় ইসরায়েলি বিমান হ🌜ামলায় ছয় ফিলিস্তিনি শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, শুক্রবার ইসরায়েলের সঙ্গে বিরোধ শুরু হওয়ার 🔯পর থেকে গাজায় বিমান হামলায় ২৫৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের দুই কমান্ডার নিহত হয়েছেন।

ইসরায়েলি 🍰সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেন, “আমাদের ধারণা অভিযানে অন্তত 🦩১৫ জন নিহত হয়েছেন। তবে অভিযান এখনো শেষ হয়নি।”

সেনাবাহিনী আরও দাবি জানায়, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর ইসলামিক জিহাদের (পি⛄আইজে) অবস্থ🅰ান লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে।

শনিবার রাতে দক্ষিণ গাজা উপত্যকায় পিআইজের অভিযানের নেতৃত্বদানকারী খালেদ মনসুরের ইসরায়েলি হামলায় নিহত হন। এর আগে শুক্রবার ইসরায়েলি হা💜মলায় পিআইজের কমান্ডার তাইসির জাবারিও নিহত হন।

শুক্রবার হামলার আগে গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েꦇল। প্রতিদিন প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরা𒐪হ বন্ধ থাকছে।

এমন পরিস্থিতিতে হাসপাতালগ෴ুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।