ফিলিস্তিনি হত্যার জেরে ইসরায়েলে রাতভর রকেট হামলা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০১:৫৫ পিএম

ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহতের জেরে শুক্রবার রাতভর গাজা থেকে রকেট হামলা হয়েছে ইসরায়েলে। বিবিসি জানায়, বিদ্রো♏হী গোষ্ঠী প্যালেস্টাইন ইসলামিক জিহাদ (পিআইজে) এই হামলা চালায়।

পিআইজে জানায়, তারা ‘প্রাথমিক প্রতিক্রিয়া’ হিসেবে ইসরায়েলে ১০০ টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। যদ🍒িও ইসরায়েলের আয়রন ডোম মিসাইল ডিফ𒐪েন্স শিল্ড বেশিরভাগ হামলাই প্রতিহত করেছে। তবে সারা রাত জুড়েই ইসরায়েলের বেশ কয়েকটি শহরে রকেট হামলার সাইরেন বেজেছে।

শুক্রবার ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, তারা গাজায় একাধিক সন্ত্রাসী অবস্থান লক্ষ্য করে রকেট হামলা শুরু করেছে। শনি♉বার সকালের প্রথম দিকেও হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল বলছে তার♐া পিআইজেপের হুমকির পরে এই হামলা চালিয়েছে।

আইডিএফ আরও জানায়, তারা পশ্চিম তীরে অভিযান চালিয়ে পিআইজ♐ে-♕এর ১৯ সদস্যকে গ্রেপ্তার করেছে। 

শুক্রবারের হামলায় নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। এছাড়া ♑আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

নিহতদের মꦐধ্যে ফিলিস্তিনি বিꦐদ্রোহী নেতা তৈয়সীর জাবারিও ছিলেন। এর জেরে গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যে রাতে ভারী গোলাগুলি হয়। এখনও অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে।

২০২১ সালের মে মাসের ১১ দিনের যুদ্ধের পর এটিই এ অঞ্চলে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। সেসময় যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত যুদ্ধে দুইশোরও বেশি ফিলিস্তিনি ও ১২ জন ইস💜রায়েলি নিহত হয়।