ইরান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০২:৩১ পিএম

ই🦹রান ও আফগানিস্তানের সীমান্তে দুই পক্ষের বন্দুকযুদ্ধে এক তালেবান সেনা নিহত হয়েছে। স্থানীয় আফগান কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

নিমরোজ প্রদেশের কমান্ডার মাওলাভি মোহাম্মদ ইব্রাহিম হেওয়াদ আফগানিস্তানের টোলোনিউজকে জানিয়েছেন, রবিবারের সংঘর্ষে এক তালেবান সৈন্য মারা গেছে ও একজন আহত হয়েছে। ইরানি সেনারা এই লড়াই ⭕শুরু করেছিল বলেও দাবি করেছেন তিনি।

ইরানের সরকারি বাহিনী আইআরএনএ অব💦শ্য দাবি করেছে লড়াইটি তাল🌸েবানরাই বাহিনী শুরু করেছিল। তবে হতাহতের বিষয়ে কোন মন্তব্য করেনি তারা।

ইরানের আধা-সরকারি🌜 গণমাধ্যম তাসনিম নিউজকে আইআরএনএ জানায়, তালেবান বাহিনী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে অবস্থিত হিরমান্দ এলাকা দিয়ে ইরানে অনুপ্রবেশ করে। সেখানে তারা আফগানিস্তানের পতাকা উত্ত๊োলনের চেষ্টা করলে যুদ্ধ শুরু হয়।

এ🍬র আগেও তালেবান বাহিনী ভুল করে ইরানের সীমান্তরেখা অতিক্রম করেছে বলেও উল্লেখ করেছে তাসনিম নিউজ। গত কয়েক মাস ধরে 💙ইরানের সীমান্ত কর্মকর্তারা তাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটির সীমান্তে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে।