জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে মিয়ানমারের জা🧜ন্তা সরকার। অর্থাৎ ২০২৩ সালের জ꧃ানুয়ারি পর্যন্ত সামরিক শাসন জারি থাকছে দেশটিতে।
গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উ🧸ৎখাত করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। ক্ষমতা গ্রহণের পরই ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়💖েছিল তারা। তবে সোমবার সামরিক সরকার জানায়, দেশকে স্থিতিশীল করতে আরও সময় প্রয়োজন।
গত বছরের আগস্টে প্রথম দফায় জরুরি শাসনের মেয়াদ বাড়িয়েছিলেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। জরুরি আদেশের ক্ষমতাবলে নিজ♈েকে প্রধানমন্ত্রী পদেও নিয়োগ করেন তিনি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, দেশের শক্তিশালী 💟দলগুলো অন্যান্য রাজনৈতিক দলের কণ্ঠরোধ করে ফেলছে। তাই ন🍰ির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা উচিত।
২০২০ সালের নির্বাচনেও ব্যাপক ভোট জালিয়াতির অভিয꧅োগ করেছিল সেনাবাহিনী। যদিও আন্তর্জাতিক পর💧্যবেক্ষকরা বলেছেন, ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে।
জরুরি আইন জারির ফলে মিয়ানমারের বিক্ষোভকে দমনের জন্য আরও সময় পেল নিরাপত্তা বাহিনী। ফলে সেনাবাহিনী প্রকৃতপক্ষেই নির্বাচন আয়োজন বা নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রী💯য় ক্ষমতা হস্তান্তর করবে কি না, তা নিয়💟ে অনেকেই সন্দিহান হয়ে পড়েছেন।