টাই না পরার পরামর্শ স্পেনের প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০২:১৮ পিএম

প্রচণ্ড গরমে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের টাই না পরতে আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী প♊েদ্রো ⛎সানচেজ।

🍒0কয়েক সপ্তাহ ধরে রেকর্ড তাপমাত্রার সম্মুখীন হয়েছে ইউরোপ। শুক্রবার মাদ্রিদের তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সেভিলে সর্বোচ্চ ৩৯ ডিগ্রিতে পৌঁছায়।

তাই ইউক্রেনের যুদ্ধের🥃 পরিপ্রেক্ষিতে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে সোম🐓বার জরুরি ভিত্তিতে জ্বালানি-সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেয় স্পেন সরকার।

মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে সানচেজ উল্লেখ করেন, তিনি নিজে টাই পরেননি। আর তিনি চান তার মন্ত্রী, সরকারি কর্মকরꦺ্তা 🤡ও বেসরকারি কর্মীরাও তাকে অনুসরণ করুক।

প্রধানমন্ত্রী বলেন, “এই পদক্ষেপটি আমাদের গরমের মধ্যেও ঠান্ডা থাকতে স🌞াহায্য করবে। শরীর শীতল থাকলে এয়ারকন্ডিশনারগুলো কম ব্যবহার করা হবে। ফলে বি🅘দ্যুৎ খরচ কমবে।”

তবে এমন পদক্ষেপ এবারই প্রথম নয়। ২০১১ সালে জাপান ‘সুপার 🌼কুল বিজ’ নামে একটি প্রচারাভিযান চালায়। এতে অফিস কর্মীদের🐈 গ্রীষ্মকালে স্যুট কোটের পরিবর্তে আরামদায়ক পোশাক পরতে উৎসাহিত করা হয়।