টাই না পরার পরামর্শ স্পেনের প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০২:১৮ পিএম

প্রচণ্ড গরমে বিদ্যুৎ সাশ্রয়💧ের জন্য সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের টাই না পরতে আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান🐠চেজ।

0ক𒊎য়েক সপ্তাহ ধরে রেকর্ড তাপমাত্রার সম্মুখীন হয়েছে ইউরোপ। শুক্রবার মাদ্রিদের তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সেভিলে সর্বোচ্চ ৩৯ ডিগ্রিতে পৌঁছায়।

তাই ইউক্রে❀নের যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে সোমবার জরুরি ভিত্তিতে জ্বালানি-সাশ্রয়ী ব্যবস্থꦚা গ্রহণ করার ঘোষণা দেয় স্পেন সরকার।

মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে সান♎চেজ উল্লেখ করেন, তিনি নিজে টাই পরেননি। আর তিনি চান তার মন্ত্রওী, সরকারি কর্মকর্তা ও বেসরকারি কর্মীরাও তাকে অনুসরণ করুক।

প্রধানমন্ত্রী বলেন, “এই পদক্ষেপটি আমাদের গরমের মধ্যেও ঠান্ডা থাকতে সাহ♋ায্য করবে। শরীর শীতল থাকলে এয়ারকন্ডিশনারগুলো কম ব্যবহার করা হবে। ফলে বিদ্যুৎ খরচ কমবে।”

তবে এমন পদক্ষেপ এবারই প্রথম নয়। ২০১১ সালে জাপান 🅷‘সুপার কুল বিজ’ নামে একটি প্রচারাভিযান চালায়। এতে অফিস কর্মীদের গ্রীষ্মকালে স্যুট কোটের পরিবর্তে আরামদায়ক পোশাক পরতে উৎসাহিত করা হয়।