কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে নিহত ১৫

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০২:০৪ পিএম

সশস্ত্র গোষ্ঠীগুলোর আধিপত্য 🐬দমনে কার্যকর ভূমিকা না রাখার প্রতিবাদে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো গণপ্রজাতন্ত্রে চলছে জাতিসংঘবিরোধী বিক্ষোভ। আল-জাজিরা জানায়, মঙ্গলবার বিক্ষোভের দ্বিতীয় দিনে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

সোমবার উত্তর কিভু প্রদেশের প্রধ🔯ান শহর গোমার রাস্তায় ব্যাপক বিক্ষোভ হয়। রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় রাখতে জাতিসংঘ মিশন ব্যর্থ হয়েছ♏ে বলে অভিযোগ করে জনগণ। মঙ্গলবার উত্তরের বেনি ও বুটেম্বো শহরেও ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ।

সরকারি মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানিয়েছেন, এসময় গোমায় সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্তত ৫০ জন আহত𓆉 হয়েছেন।

এছাড়া স্থানীয় পুলিশ প্রধান কর্নেল পল🔜 এনগোমা জানান, বুটেম্বোতে সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এক বিবৃতিতে জাতিসংঘ মিশন বলেছে, বুটেম্বোতে♋ একজন শান্তিরক্ষী ও দুইজন জাতিসংঘ পুলিশ কর্মকর্তাও এই সংঘর্ষে নিহত হন।

জাতিসংঘের অভিযোগ, বিক্ষোভকারীরা কঙ্গোলিজ পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে শান্তিরক্ষী বাহিনীর উপর গুলি💛 চালিয়েছে। জাতিসংঘের কর্মীদের উপর তারা পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এছাড়া একটি সামরিক ঘাঁটি ভেঙ্গে লুটপাট ও ভাংচুর করে বিক্ষুব্ধরা।

জাতিসংঘ মহাসচিব এই সহিংসতার তীব্র নিন্দা করেছেন। 🔥দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে প🏅ড়া এই বিক্ষোভ ‘যুদ্ধাপরাধের’ দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তোনিও গুতেরেস।