পাকিস্তানের সিন্ধু নদে নৌকা ডুবে অন্তত ২১ আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন নিখো🌳ঁজ রয়েছে।
সোমবার বিকেলে রহিম ইয়ার খান শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে⛄। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। আরোহীদের সবাই স্থানীয় সোলাঙ্গি গোষ্ঠীর। মৃতদের মধ্যে ১৯ জন নারী ও দুটি শিশু রয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম ডন অনলাইন।
সরকারি বিবৃতিতে জানানো হয়, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি রওনা হয়। কিন্তু পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ জেলার মাচকা থানা এলাকায় সিন্ধু নদের মাঝবরাবর প্রবল স্রোতের মধ্যে সেটি ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে ৩ﷺ৫ জন ডুবুরি অংশ নিয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দেড়শর বেশি ব🎉রযাত্রী নিয়ে দুটি নৌকা রওনা হয়। উভয় নৌকাই স্রোতের বিপরীতে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রীবোঝাই একটি 🔯নৌকার মাঝি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। স্থানীয়রা যাদের উদ্ধার করেছেন তাদের মধ্যে বর শেহজাদ ও তার মা আছেন বলে জানিয়েছে ডন।
স্থানীয় সরকারি কর্মকর্তা আসলাম তাসলিম জিও নিউজ টেলিভিশনকে বলেন, “আমরা এ পর্যন্ত ২১টি মৃতদেহ উদ্ধার করেছি।” তবে প্রায় ৩০ জন নি𝓡খোঁজ আছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে মৃতের সংখ্যা ২৩ জন বলে জানিয়ে💝ছেন সাদিকাবাদের অতিরিক্ত কমিশনার সালিম আসাই, যাদের ১৯ জন নারী ও ৪ জন শিশু।
তবে সোমবার রা🅘তে অন্ধকারের জন্য উদ্ধার ꧋অভিযান বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকালে অভিযান আবার শুরু হয়।