দেশ ছেড়ে পালানোর সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ছোট ভাই বাসিল রাজাপক্ষকে বিমানবন্দরে আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। যাত্রীদের আপত্তি ও বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মীদের বাধার মুখে দেশ ছাড়তে পারেননি শ্রীলঙ্কার এই সাবেক অর্থমন্ত্𓃲রী।
স্থানীয় গণমাধ্যম ডেইলি মিরর বলছে, বাসিল রাজাপক্ষে দুবাই যাওয়ার চেষ্টা উদ্দেশ্যে সোমবার রাত ১২টায় কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তার ফ্লাইট ছাড়ার কথা ছিল রাত ༺৩টা ১৫ মিনিটে। কিন্তু বাধার মুখে পড়ে সেখান থেকেই তাকে ফিরে আসতে হয়।
বিমানবন্দরে গেলে যাত্রীরা বাসিলকে চিনে ফেললে হইচই শুরু হয়। এরপর সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স টার্মিনালে দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তারা সাবেক এই মন্ত্রীর দেশত্যাগের চেষ্টা আটকে দেন।
বিমানবন্দর🐟ে বাসিলকে দেখার পর যাত্রীদের বিক্ষোভের একটি ꦜভিডিও প্রকাশ করেছে নিউজঅয়্যার লংকা।
এদিকে বাসিলকে নিয়ে উত্তেজনার পর মধ্যরাতে বিমানবন্দরের ভিআইপি ডিপারচারে দায়িত্বরত কর্মকর্তাদের সরিয়😼ে নেওয়া হয় বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম আদাদেরানা।
বিমানবন্দর ইমিগ্রেশন অফিসার্স অ্যাসোসিয়েশ♔নের সভাপতি কে এ এস এস কানুগালা বলেছে, কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের সরিয়ে নেওয়ার ওই সিদ্ধান্ত হয়েছে।
সাত দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে আছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটির শাসনে কয়েক বছর ধরে রাজাপক্ষে পরিবার♊ের আধিপত্য বিরাজমান। জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্যের সংকটে দেশবাসীর বিক্ষোভের মুখে মে মাসে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন বাসিলের বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে।
দেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাওয়ায় প্রে𒊎সিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে থাকেন বিক্ষোভকারীরা। এর মধ্যে শনিবার রাজধানী কলম্বোয় হাজারো মানুষ গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়েন, আগুন ধরিয়ে দেন❀ বাড়িতে।
এই পরিস্থিতিতে পদত্যাগে রাজি হন গোতাবায়া। ১৩ জুলাই পদত্যাগ করবেন তিনি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে জন্🤡য ২০ জুলাই তারিখ ঘোষণা করেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।