জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাচ্ছে ভারত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০২২, ০৭:৩৮ পিএম

বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। এর পরের অবস্থানটি ভারতের। তবে জাতিসংঘ বলছে, আগামী ব⭕ছর বদলে যেতে পারে এই চিত্র। ২০২২ সালে চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৬০ লাখ। আর ভারতের মোট জনসংখ্যা ১৪১ কোটি ২০ লাখ।

বিশ্বের মোট জনসংখ্যার ২৯ ভাগ মানুষের বসবাস এই দুই দেশে। তবে জনসংখ্যা বৃদ্ꦓধির গতিতে শীর্ষে থাকা ভারত ২০২৩ সালে চীনকে ছাড়িয়ে য൩েতে পারে বলেই আশা করা হচ্ছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, আগামী দশকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির অর্ধেক🧸ের বেশি ঘটবে ৮টি দেশে। জনসংখ্যা বৃদ্ধির হারে এগিয়ে থাকবে কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়া।

এছাড়াও আগামী ১৫ নভেম্বর ♌বিশ্বের মোট জ𓄧নসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের তথ্যের বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী ২০৩০ সালে বিশ্বের মোট জনসংখ্যা হবে ৮৫০ কোটি। ২০৫০ সালে তা ৯৭০ কোটিতে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হ🎃য়েছে।