আবের মৃত্যুশোকের মাঝেই নির্বাচন শুরু জাপানে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২২, ০৪:০১ পিএম

জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে নির্বাচনের ভোটগ্রহণ শুর🥂ু হয়েছে রোববার।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপ🌜ি) নেতা শিনজো আবের হত্যাকাণ্ডের মাত্র🙈 দুই দিন পরে শুরু হলো এই নির্বাচন।

দেশটিতে𒆙 প্রায় ৯০ বছরের মধ্যে এই প্রথম কোনো নেতার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। তাই এই শোক কাটিয়ে উঠতে হয়তো জাপানিদের আরও কিছুদিন সময় হয়তো প্রয়োজন।

যদিও ক্ষমতাসীন দল ব💎লেছে, আবের মৃত্যু জাপানের গণতান্ত্রিক প্রক্রিয়াকে লাইনচ্যুত করবে না। 

নির্বাচনের প্রাক্কালে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আবের হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়ে বলেন, “বাক স্ব𒁃াধীনতাকে দমনের জন্য সহিংসতা সহ্য করা হবে না।”

স্থানীয় সময় রোববার সকাল ৭টায় ভোটগ্রহণ🍰 শুরু হয়। শুক্রবার এক নির্বাচনী প্রচারে আততায়ীর গুলিতে নিহত হন জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী আবে। তার মৃত্যু এই নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে পারে বলে আশা করা হচ্ছে।