জাপানে বন্দুক হামলা একটি বিরল ঘটনা। আর রাজনৈতিক সহিংসতার ঘটনাতো আরও বিরলꦕ। ঠিক এমন দেশেই ঘটে গেল গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়া এক হত্যাযজ্ঞ। নির্বাচনি প্রচারে বক্তৃতা দেওয়ার সময় গুলি করে হত্যা করা হয়েছে দেশের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে।
শুক্রবার সকালে জাপানের রাজধানী টোকিও থেকে ৪৮০ কিলোমিটার দূরে এক স্থানে নির্বাচনি প্রচারে যোগ দেন আবে। তিনি নারার পুননি🍌র্বাচনে পার্লামেন্টের উচ্চ কক্ষের বর্তমান সদস্য কেই সাতোর পক্ষে বক্তব্য দিচ্ছিলেন। ঠিক এমন সময় শোনা যায় পরপর দুইটি গুলি শব্দ। কেঁপে উঠে পুরো এলাকা। তৎক্ষণাৎ দেখা গেল, একটি গুলি লেগেছে আবের ডান ঘাড়ে। সঙ্গে সঙ্গে আবে পড়ে গেলে তাকে কাছেই হাসপাতালে নেওয়া হয়।
এরপরই ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে ধরে ফেলেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশি হেফাজতে। ঘটন🌜াস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি, যেটি সেখানে মাটিতে পড়ে ছিল। বন্দুকটি ঘরে বানানো বলে ধারণা করা হচ্ছে।
জাপানের সংবাদমাধ্যম এনএওইচকে জানিয়েছে, বক্তৃতার প্রায় মাঝামাঝি সময়ে আবে꧃কে পেছন থেকে গুলি করা হয়, তিনি পড়ে যান আর রক্তপাত হতে থাকে। সেখানে থেকে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা দেওয়া হয় পাশের নারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
নারা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা জানান, আবে💖র ঘাড়ের ডান দিকে গুলি লেগেছিল। গুলির আঘাত হৃদপিণ্ড পর্যন্ত গভীর ছিল। তবে শরীরে আর কোনো বুলেট পাওয়া যায়নি। গুলি লাগার পর অতিরিক্ত রক্তক্ষরণেই দেশটির প্রভাবশালী এ রাজনীতিকের মৃত্যু হয়।