আফ্রিকা অঞ্চলের বিরল ভাইরাস মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। বিশেষকরে এই ভাইরাসে আক্রান্ত বাড়ছে ইউরোপে। আক্রান্তদের মধ্যে ৯৯ শতাংশের বেশি পুরুষ। এর মূলে রয়েছে সমকামীতা। একইভাবে দিন দিন মৃত্যুর সংখ্যা𝄹ও বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন অঞ্⛎চলে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সে ২৭ জুন প্রথম একজনের ম🌌ৃত্যু হয়। এরপর আরও দুইজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত হওয়া গেছে।
সংস্থাটির তথ্যমতে, গত ৭ জুন প্রথম আফ্রিকার বাইরে মাঙ্কিপক্স আক্রান্ত শনাক্ত ☂হয়। এরপর থেকে বিভিন্ন দেশে ৭৭ শতাংশ আক্রান্ত বেড়েছে। বর্তমানে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৭ জনে। আক্রান্তদের বেশিরভাগই ইউরোপীয় অঞ্চলের। মৃত তিনজন✃ আফ্রিকা অঞ্চলের।
নতুন হালনাগাদ অনুযায়ী, লিঙ্গ ভিত্তিক পরিসংসংখ্যানে দেখা যায় আক্রান্তদের মধ্যে ৯৯ শতাংশের বেশি পুরু🍌ষ। পুরুষদের বেশিরভাব সমকামী। আর বাকি ১ শতাংশের কম নারী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে বলে, “যেসব পুরুষ এক ব🅰া একাধিক পুরুষ অংশীদারের সঙ্গে যৌন সম্পর্কে মিলিত হয়েছেন সাম্প্রতিক প্রাদুর্ভাবটি প্রাথমিকভাবে💛 সেই পুরুষদের প্রভাবিত করেছে। যারা এমন কার্যকলাপে জড়িত না তাদের মধ্যে আক্রান্তের হার কম।”
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসোস বলেন, মাঙ্কিপক্স নিয়ে গঠিত আমাদের 🧸কমিটির আগামী ১৮ জুলাই একটি বৈঠক হবে। সভায় এই প্রাদুর্ভাবেকে বিশ্বব্যাপী সর্বোচ্চ স্তরের সতর্কতা ঘোষণা করার বিষয়ে পরামর্শ দেওয়া হবে।