লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শিশুসহ নিহত ২২

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২২, ০৪:৪৪ পিএম

লিবিয়া উপকূ𒁏লে নৌকা ডুবে তিন শিশুসহ ২২ জন নৌকারোহী মারা গেছেন। নিহতদের সবাই মালির নাগরিক। জাতিসংঘ ও মালি সরকꦬার এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে মালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুনের ২২ তারিখ থেকে নিহতরাসহ ৮৩ জন আরোহী নিয়ে একটি নৌকা লিবিয়া উপকূলে আটকে ছিল। এদের সবাই মালির নাগর🥃িক।

মালির পররাষ্ট্র মন্ত্রণাꦑলয় ও জাতিসংঘের অভিবাসন সংস্থার আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়ার কোস্টগার্ডের সহায়তায় ৬১ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ দিন সমুদ্রে ভেসে থাকার পর শনিবার তাদের তীরে ফিরিয়ে আনা হয়েছে।

আইওএমের মুখপ্তার সাফা সেহলি জানান, উদ্ধার জ꧅ীবিতদের মতে ২২ জন পানিশূন্যতা ও ডুবে গিয়ে মারা যান। বেঁচে যাওয়াদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি অভিবাসীদের লিবিয়ার আল-মায়া আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

গত সপ্তাহে প্রায় দ🔯ুই হাজার মানুষ উত্তর আফ্🥀রিকায় স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টা করলে ২৩ জনের মৃত্যু হয়। মরক্কো ও স্পেনের মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনার বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহের মাধ্যমে দেশটির দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত ও হত্যার পর থেকে ইউরোপে অনিয়মিত অভিবাসনের মূল পথ হয়ে উঠেছে লিবিয়া। এই পথে সমুদ্রযাত্রায় অনেকে ডুবে প্রাণ হারিয়েছে। হাজার হাজা💛র মানুষকে আটক করেছে লিবিয়ার কোস্টগার্ড।