মালিতে জাতিসংঘের গাড়ি⛦বহরে আগে থেকে পেতে রাখা মাইন বিস্ফোরণে অন্তত দুজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
সংস্থাটির সমন্বিত স্থিতিশীলতা মিশন (এমআইএনই🦄উএসএমএ) এক ব🗹িবৃতিতে এই তথ্য জানিয়েছে। নিহতরা মিসরের নাগরিক বলে জানা গেছে।
স্থানীয় সময়🥂 মঙ্গলবার তাদের গাড়িবহরে সড়কে পেতে রাখা বিস্ফোরক মাইন আঘাত হানে। টেসালিট ও গাও শহরের মধ্যবর্তী স্থানে এই বিস্ফোরণ ঘটে।
রয়টার্স জানিয়েছে, শান্তিরক্ষীদের উপস্থিতি সত্ত্বেও মালিতে জঙ্গিরা আধিপত্য বিস্তার করছে। এ বছরের প্রথম ছয় মাসেই দেশটিতে ১০ জন শান্তিরক্ষী নিহত হলেন। এসব জঙ্গির অনেকেই আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সমꩵ্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
এক দশকের বেশি সময় আগে দেশটির উত্তরাঞ্চলে উগ্র ইসলামপন্থী বিদ্রোহীরা তৎপরতা শুরু করলে জাতিগত সংঘাত শুরু হয়। রয়টার্স জানিয়েছে, এই সংঘর্ষ꧑ে এ পর্যন্ত কয়েক হাজার মান♚ুষ মারা গেছেন। বাস্তুচ্যুত হয়েছে আরও কয়েক লাখ।