ডেনমার্কে শপিং মলে বন্দুক হামলা, নিহত ৩

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ০১:০৩ পিএম

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে 🌟বন্দুক হামলার খবর পাওয়া গেছে। বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

পুলিশ🐼 জানিয়েছে, নিহতদের দুজন ১৭ বছর বয়সী ডেনমার্কের নাগরিক ও অপরজন ৪৭ বছর বয়সী রুশ নাগরিক। এছাড়া আহত দুই ডেনিস ও দুই সুইডিশ ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

এ ঘটনায় একজন ২২ বছর বয়সী ব্যক্👍তিকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ প্রধান সোয়েরেন থমাসেন জানান, হামলাকারী মানসিকভাবে অসুস্থ। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোন🦋ো প্রমাণ পাওয়া গেল।

বিবিসি জানায়, সন্দেহভাজন এই হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। সোমবার তাকে বিচা💞রকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে।

প্রধানমন্ত্রী মেটে👍 ফ্রেডেরিকসেন একে ডেনমার্ক নিষ্ঠুরতম হামলা বলে শোক জানিয়েছেন। এই কঠিন সময়ে ডেনিশদের একসঙ্গে দাঁড়াতে এবং একে অপরকে সমর্থন দিতে আহ্বান করেছেন তিনি। এ ঘটনায় হতাশা জানিয়ে আরও বলেছেন, “আমাদের সুন্দর ও নি🎃রাপদ শহরটি যেন এক সেকেন্ডেই বদলে গেল।”