ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের ক্ষমতা গ্রহণ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২২, ০২:৩২ পিএম

ফিলিপাইনের ১৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। বিদায়ী ন༒েতা রদ্রিগো দুতের্তের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

বিবিসি জানায়, ম্যানিলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার অভিষে💜ক হয়। রাজনৈতিক পরিবার মার্ক👍োসদের জন্য একে অভূতপূর্ব প্রত্যাবর্তন বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

১৯৮৬ সালের জনপ্রিয় বিদ্রোহের পরে 🧸দুই দশক ক্ষমতায় থাকা স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসে ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতায় ফিরলেন তার ছেলে মার্কোস জুনিয়র। গত মাসে নির্বাচনে বিপুল ভোটে জয় পান এই নেতা।

জাতীয় জাদুঘরে অনুষ্ঠানে স্থানীয় সম🐲য় দুপুরে শপথ নেন মার্কোস জুনিয়র। এ সময় তার স্ত্রী ও তিন ছেলে পাশেই ছিল।

বিমানের মহড়ার সঙ্গে আর ফিলিপাইনের বিভিন্🍰ন ইউনিফ👍র্মধারী সামরিক বাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করে অনুষ্ঠানে।

প্রেসিডেন্ট হিসেবে প্রথম বক্তৃ༒তায় ফিলিপাইনের গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী সাফল্যের জন্য জনতাকে ধন্যবাদ দেন মার্কোস।

১৯৮৬ সালের বিপ্ল♛বের পর প্রথমবার কোনো প্রেসিডেন্ট দেশটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বিদায়ী প্রেসিডেন্টের মেয়ে সারা দুতের্তে।