ইসরায়েলে ফের নির্বাচন, ‘দুর্দান্ত খবর’ বললেন নেতানিয়াহু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০২২, ০৫:০৭ পিএম

চার বছরেরও কম সময়ের মধ্য🧸ে পঞ্চম দফায় সাধারণ নির্বাচন আয়োজন করতে চলেছে ইসরায়েল। নতুন জোট সরকারে ভাঙনের পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটিꦜ।

ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় রাজনৈতিক জোটের পতনের পর সো🦩মবার এই ঘোষণা আসে। তবে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

তাই বিদ্যমান চুক্তি মেনে𓆉 প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের স্থলাভিষিক্ত হচ্ছেন তার জোটের নেতা ইয়ার ল্যাপিড। তার অধীনে অক্টোবরের শেষ দিকে নির্বাচন আয়োজিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

এদিকে নতুন করে নির্বাচন আয়োজনের খবরে ಌক্ষমতায় ফেরার আশা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা বেঞ্জামিন নেতানিয়াহু।

বেন▨েটের ডানপন্থী ইয়ামিনা পার্টির এক সদস্য জোট থেকে বেরিয়ে যাওয়ায় ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সংখ্যালঘু হয়ে পরে তার সরকার🐲। তাই পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আহ্বান জানান প্রধানমন্ত্রী বেনেট।

নেসেট ভেঙে দেওয়ার বিলটি পাশ꧙ের জন্য আগামী সপ্তাহে ভোট হবে। এটি পাস🧔 হলে ইয়ার ল্যাপিড অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হতে পারবেন।

ইসরায়েলের সবচেয়ে বেশি সময় ধরে থাকা সাবেক প্রধানম💛ন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে জোট গঠন করে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন এই দুই নেতা।

তাই নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হ♚চ্ছে দেখে ক্ষমতা ফিরে পাবার আশায় উচ্ছ্বসিত নেতানিয়াহু। এক বক্তব্যে তিনি বলেন এটি “লক্ষ লক্ষ ইসরায়েলি নাগরিকদের জন্য দুর্দান্ত খ🌜বর।”