‘ইসরায়েলের প্রথম পছন্দ সৌদি আরব’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২২, ০৮:১২ পিএম

জুলাইতে মধ্যপ্রাচ্য সফরের যাচ্ছ꧃েন ♉মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই সফর সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদার করতে সাহায্য করবে বলে আশা করছে দেশটি।

বুধবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের ꦆপররাষ্ট্রমন্🏅ত্রী ইয়ার ল্যাপিড এই কথা বলেন। তিনি জানান, বাইডেনের সৌদি আরব সফরের দিকে তাকিয়ে আছে তার দেশ।

এ প্রসঙ্গে ল্যাপিড বলেন, “প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবে যাচ্ছেন। সম্ভবত তার এই সফর আমাদের সম্পর্ক উন❀্নয়নের একটি যোগসূত্রের দিকে ইঙ্গিত দিচ্ছে।”

সাংবাদিকদের তিনি বলেন, “সম্পর্ক উন্নয়নের জন্য ই⛎সরায়েলের পছন্দের দেশগুলোর একটি তালিকায় প্রথমে রয়েছে সৌদি আরব।”

ইন্দোনেশিয়ার মতো অন্যান্য দেশগুলোর ব্💃যাপারেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

সৌদি আরব সফরের সময় বাইডেনের সঙ্গে ইসরায়েলি কর্মকর্তা 🐈থাকবেন কিনা জানতে চাইলে সাংবাদিকদের ল্যাপিড বলেন, তিনি এ বিষয়ে জানেন না।

এসময় তিনি ঠাট্টা করে বলেন, “এয়াꦑর ফোর্স ওয়ান (বাইডেনের ব্যক্তিগত বাহন) একটি বড় বিমান, হ🦹য়তো আমরা আমাদের কাউকে বাথরুমে লুকিয়ে রাখব।”

মঙ্গলবার আগামী মাসে মধ্যপ্রাচ্যে বাইডেনের প্রথম সফরের বিষয়টি নไিশ্চিত করেছে হোয়াইট হাউজ। এ সফরে তিনি ইসরায়েল ও পশ্চিম তীরও পরিদর্শন করবেন।