বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৫

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০১:১৩ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ♔ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। এটি দেশটিতে উগ্রবাদী চরমপন্থীদের সর্বশেষ হামলায় ঘটনা।

এক সংবাদ সম্মেলনে 🍷সরকারের মুখপাত্র ওয়েন্ডকউনি জোয়েল লিওনেল বিলগো এই তথ্য জানান। তিনি বলেন, সন্দেহভাজন জঙ্গিরা সেনো প্রদেশের সেতেঙ্গাতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। যদিও সরকারি হিসাবে নিহত ৫৫ জন বলা হচ্ছে, বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে দাবি করেছেন কেউ কেউ। বন্দুকধারীরা ১০০ জনকে হত্যা করেছে বলেও শোনা গেছে।

গার্ডিয়ান জানায়, বুরকিনা ফাসোতে আল-কায়েদা ও ইসলামিক স্টেট উভয় গোষ্ঠীরই প্রভা♎ব রয়েছে। বিশেষ করে দেশটির উত্তরে জঙ্গি হামলা বাড়ছে। গত বছরের জুলাইয়ে সোলহান শহরে এক হামলায় অন্তত ১৬০ জনকে হত্যা করে তারা।

জানুয়ারিতে বিদ্রোহীরা জাতিকে সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। তবে এরপর দেশটিতে সহিংসতা আরও বেড়েছে। জনগণকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকতে ꦆবলছে সরকার।

এবারের হামলার দায় স্বীকার করেনি কোন๊ো গোষ্ঠী। তবে বিশ্লেষকরা বলছেন, সম্ভবত ইসলামিক স্টেটই হামলা পরিচালনা করেছে।