কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে গুলি, নিহত ২

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১০, ২০২২, ০৭:৩৭ পিএম

কলকাতার পার্ক সার্কাস এলাকায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বাহিরে এক পুলিশ সদস্য বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। গুলিতে এক নারী নিহ🅠ত এবং ওই পুলিশ সদস্য আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার (১০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।-খবর এবিপি

ওই পুলিশ সদস্যের নাম চোডুপা লেপচা। তিনি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের গার্ড হিসেবে কর্মরত ছিলেন। গুলিতে নিহত নারীর নাম রিমা সিং। তার বাড়ি হাওড়ার দাসনগরে। তিনি অ্যাপের মাধ্যমে ‘র‌্𝓀যাপিডো’ মোটরসাইকেল বুক করে বাড়িতে যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ উপহাইকমিশনের পুলিশ আউটপোস্টে নিরাপত্তার দায়িত্বে ছিলেনꦡ চোডুপা লেপচা। ছুটি কাটিয়ে শুক্রবার কাজে যোগ দেন তিনি। দায়িত্ব পালনকালে লেপচা হঠাৎ করꦆে তার এসএলআর (বন্দুক) থেকে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবর্ষণকালে রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন রিমা সিং নামের এক নারী। এলোপাতাড়ি গুলিতে ওই নারীর শরীরে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। মোটরবাইকচালকও আহত হন।

লেপচার সহকর্মীরা পুলিশকে বল✃েছেন, লেপচা মানসিক অꦜবসাদে ভুগছিলেন।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দপ্তরের ৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর গোটা পার্ক সার্কাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবর্ষণꦆের সময় মানুষ এদিক-ওদিক ছুটত𓄧ে থাকে।