গাঁজা চাষের বৈধতা দিল থাইল্যান্ড

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২২, ০৮:২৯ পিএম

নিষিদ্ধ মাদকের তালিকা থেকে গাঁজার নাম সরিয়ে ফেলেছে থাইল্যান্ড সরকার🎃। ফলে দেশটিতে যে কেউ এখন বাড়িতে গাঁজার গাছ লাগাতে ও বিক্রি করতে পারবেন।

মাদক নিয়⛎ন্ত্রণের কঠোর আইনের জন্য পরিচিত থাইল্যান্ড। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নিল দেশটি।

যদিও সেখানে বিনোদনের জন্য মাদক হিসেব෴ে গাঁজা সেবন এখনো নিষিদ্ধ রয়েছে বলে জানা গেছে। যদিও সরকারি আইনজীবীরা বলছেন, নতুন আইন কার্যকর🍌 হলে গাঁজা সেবন আর অপরাধ বলে গণ্য হবে না।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল গাঁজা চাষের বৈধতাღ দেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, “গাঁজা ও এর শণ থেকে ও দেশের আয় উপার্জনের এটি একটি সুযোগ রয়েছে।”

এই উদ্যোগ স্থানীয় গাঁজা ব্যবসার বিকাশ ছাড়াও কৃষি ও পর্যটনকে উৎসাহিত করবে বলে আশা করছে থাইল্যান্ড সরক🥃ার। এমনকি গাঁজা চাষে উৎসাহিত করার জন্য নাগরিকদের ১০ লাখ গাঁজার চারাও প্রদান করা হচ্ছে।