১৩ মাসের নিবিড় পরিচর্যার পর বা൲ড়ী ফিরল বিশ্বের ‘সবচেয়ে ছোট নবজাতক’ হিসেবে পরিচিত শিশুটি। বিবিস জানায়, সোমবার (৯ আগস্ট) সিঙ্গাপুরের একটি হা🍎সপাতাল থেকে ছাড়া পায় সে।
ভূমিষ্ঠ হওয়ার পর 🦩কেক ইউ জুয়ানের ওজন ছিল মাত্র ২১২গ্রাম। যা একটি আপে✤লের ওজনের প্রায় সমান। উচ্চতা মাত্র ছিল ২৪ সেন্টিমিটার।
মাতৃগর্ভে মাত্র ২৫ সপ্তাহ থাকার পরই ভূমিষ্ঠ হয় কন্যা শিশুটি। এর আগে সবচেয়ে ছোট নবজাতকের রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্রে💟 ২৪৫ গ্রাম ওজনের একটি কন্যা শিশু। আইওয়া বিশ্ববিদ্যালয়ের টিনিয়েস্ট বেবিজ রেজিস্ট্রি থেকে এই তথ্য নিশ্চিত করেছে ♛বিবিসি।
ইউ-জুয়ানের মায়ের উচ্চ রক্তচাপজনিত রোগ প্রি-এক্ল্যাম্পসিয়া ধরা পড়ার পর নিꦫর্ধারিত সময়ের চার মাস আগেই সার্জারির মাধ্যমে তাকে ভূমিষ্ঠ করা হয়। মা ও শিশুর উভয়ের জন্যই এই রোগ মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করে🍸ন চিকিৎসকরা।
বর্তমানে ইউ জুয়ান অনেকটাই সুস্থ। ওজন ছয় দশমিক তিন কেজ🀅ি।