হাসপাতাল ছাড়ল বিশ্বের সবচেয়ে ছোট নবজাতক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৪:৪৬ পিএম

১৩ মাসের নিবিড় পরিচর্যার পর বাড়ী ফিরল বিশ্বের ‘সবচেয়ে ছোট নജবজাতক’ হিসেবে পরিচিত শিশুটি। বিবিস জ🦩ানায়, সোমবার (৯ আগস্ট) সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে ছাড়া পায় সে।

ভূমিষ্ঠ হওয়ার পর কেক ইউ জুয়ান🤪ের ওজন ছিল মাত্র ২১২গ্রাম। যা একটি আপেলের ওজনের প্রায় সমান। উচ্চতা মাত্র ছিল ২৪ সেন্টিমিটার।

মাতৃগর্ভে মাত্র ২৫ সপ্তাহ থাকার পরই ভূমিষ্ঠ হয় কন্যা শ꧟িশুটি। এর আগে সবচেয়ে ছোট নবজাতকের রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্রে ২৪৫ গ্রাম ওজনের একটি কন্যা শিশু। আইওয়া বিশ্ববিদ্যালয়ের টিনিয়েস্ট বেবিজ রেজিস্ট্রি থেকꩵে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

ইউ-জুয়ানের মায়ের উচ্চ রক্তচাপজনিত🌸 রোগ প্রি-এক্ল্যাম্পসিয়া ধরা পড়ার পর নির্ধারিত সময়ের চার মাস আগেই সার্জারির মাধ্যমে তাকে ভূমিষ্ঠ করা হয়। মা ও শিশুর উভয়ের জন্যই এই রোগ মারাত্মক ঝুঁকিপূর্ণ ব🔯লে মনে করেন চিকিৎসকরা।

বর্তমানে ইউ জুয়ান অনে🅺কটাই সুস্থ। ওꦬজন ছয় দশমিক তিন কেজি।