ফিলিস্তিনের ভূখণ্ডে দখলদারিত্ব কমানোর কোনো ⛦ইঙ্গিত ইসরায়েলের পক্ষ থেকে নেই বলে জানিয়𓆉েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের গঠিত এক স্বাধীন কমিশন। বরং তারা ফিলিস্তিনের ভূখণ্ড সম্পূর্ণ দখল নিতে চায় বলে সংস্থাটির নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে।
আল-জাজিরা বলছে, ২০২🧸১ সালে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পর এই কমিশন গঠন করে জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটি নতুন এক প্রতিবেদন প্🧸রকাশ করেছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্ত♚িনি নেতারা ভবিষ্যত রাষ্ট্রের জন্য যে ভূমি চান, সেখানে ইসরায়েলের দখলদারিত্ব কমাতে কমাতে হবে। শুধু দখলদারিত্ব কমালে চলবে ন🎐া, তাদের আরো সহনশীল হতে হবে। এ জন্য ফিলিস্তিনিদের সমান মানবাধিকার নিশ্চিত করতে ইসরায়েলকে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফিলিস্তিনি নাগরিকদের ইসরায়েলি নাগরিক বিয়ে করা নিষিদ্ধ। এ নিয়ে ইসরায়েলি🎉 সরকারের একটি আইন আছে। এই আইন উদ্ধৃত করে জাতিসংঘ বলছে, ফিলিস্তিনি নাগরিকদের ভিন্ন নাগরিক মর্যাদার রাস্তা তৈরি করেছে ই🌊সরায়েল। তাদের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখলকৃত ভূমিতে সাত লাখের বেশি ইসরায়েলি 💛দখলদাꦫর বাস করে। এই অঞ্চলে ত্রিশ লাখের বেশি ফিলিস্তিনির বাস। ইসরায়েলি বসতিগুলো কাঁটাতারে ঘেরা। আন্তর্জাতিক আইনে কেবল ইহুদি বসতি অবৈধ।
১৯৬৭ সালের পর থেকে পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইসরায়েল। ধীরে ধীরে এই🥀 দখলদারিত্ব সম্প্রসারিত করা হয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি।