জার্মানিতে সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ২

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২২, ০৮:৫০ পিএম

জার্মানিতে এক সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুকধারী গুলি করে এক নারীকে হত্যা করেছে। এরপর সেꦿ নিজেকে গুলি করে হত্যা করে।

পুলিশের বরাতে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, মঙ্গলবার (৭ জুন) ফ্রাঙ্কফুর্টের উত্তরে ট্রেয়সা শহরে দুপুর ১টার কিছু পরে ঘটনাটি ঘ🦩টে। পুলিশ দ্রুত জনসাধারণকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, "এক ব্যক্তি প্রথমে মুদি দোকানে এক 🅺নারীকে গুলি করে। তারপর সে নিজেকে গুলি করে। ঘটনার সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তির জড়িত থাকার ইঙ্গি꧑ত নেই। হত্যার পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহত বন্দুকধারীর বয়স ৫৮ বছর ও হামলার শিকার নারীর বয়স ৫৩। এই ঘটনায় কেউ আহত হননি। জনসাধারণের জন্য কোনো বিপদ ছিল না। অপরℱাধের ঘটনাস্থলটি এলাকা ঘিরে রাখা হয়েছে।

কর্মকর্তারা এই ঘটনার একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন। ꦓঘটনাস্থলে জরুরী পরিষেবাগুলো প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের জন্য একটি সহায়তা কেন্দ্রও স্থাপন করেছে।