দ্রব্যমূল্য মোকাবেলায় শ্রমের মজুরি বাড়াল জার্মানি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৮:২৫ পিএম

শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বাড়িয়েছে জার্মান সরকার। ডয়চে ভেলে জানায়, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় ক্রয়꧒ক্ষমতা বাড়াতে দুই ধাপে মজুরি বাড়ানো হচ্ছে।

জুলাইতে প্রথম ধাপে বর্তমান মজুরি ৯ ইউরো ৮২ সেন্ট থেকে বাড়িয়ে ১০ ইউরো ৪৫ সেন্ট করা হবে। এরপর ১ অক্টোবর থেকে প𒊎্রতি ঘণ্টা মজুরি ১০ ইউরো ৪৫ সেন্ট থেক🌠ে বাড়িয়ে করা হবে ১২ ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় ১১৫০ টাকা।

শুক্রবার জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে মজুরি বৃদ্ধির 🍸এই প্রস্তাব পাস হয়। গত বছর সেপ্টম্বেরে নির্বাচনী প্রচারণার সময়েও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

যদিও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর জার্মানিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। মে মাসে দ্রব্যমূল꧙্য শতকরা সাত দশমিক নয় ভাগ বেড়েছে।

⭕তাই উদ্ভূত পরিস্থিতিতে ন্যূনতম মজুরি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত কম পারিশ্রমিকে কাজ করা চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসে🀅ছে।

শ্রমমন্ত্রী হুবের্টুস হাইল বলেন, “সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের কঠোর পরিশ্রমী জনগণকে সম্মান জানানো হল।🗹”

তবে দ্রব্যমূল্য নিয়ন্♊ত্রণ না করে মজুরি বৃদ্ধির কারণে অন্যান্য খাতে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।