কিয়েভে বিমান হামলা ঠেকাবে জার্মান প্রতিরক্ষা ব্যবস্থা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২২, ০১:৪৮ পিএম

রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে জার্মান সরকার। মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এমপিদের এই সিদ্ধান্ত﷽ জানান।

আইআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জার্মানির 🔯সবচেয়ে আধুনিক প্রযুক্তি। এর নির্মাতা জার্মান অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি ডিহেল। এটি রাশিয়ার বিমান হামলা থেকে ইউক্রেনের পুরো একটি শহরকে রক্ষা করতে সক্ষম হবে।

২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ১ কোটি ৫০ লাখের বেশি গোলাবারুদ, ১ লাখ গ্রেনেড ও ৫ হাজারের বেশি ট্যাঙ্কবিধ্বংসী মাইন সরবরাহ করেছে জার্মানি। শোলজ বলেন, “জার্মানি যুদ্ধের শুরু থেকেই নিরবিচ্ছি🎃ন্নভাবে সহায়তা করছে। অতি সম্প্রতি সরকার তাদের জার্মানির সবচেয়ে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানেরও সিদ্ধান্ত নিয়েছে।”

নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এসব তথ্য জানায়। যদিও ইউক্রেনের আহ্বানে বার্লিন দ্রুত সিদ্ধান⛄্ত নিলেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি তত দ্রুত সরবরাহ করা হচ্ছে না। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, এটি পাঠাতে “কয়েক মাস সময় লাগতে পারে।🔯”