যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের প্রে🌳সিডেন্টের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি’ ও ‘জরুরি ভিত্তিতে’ বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রনেতা। এ বিষয়ে পুতিনের সঙ্গে ৮০ মিনিট ফোনে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ।
এসময় পুতিনকে মারিউপোল শহরের আজভস্টাল স্টিলওয়ার্কস কারখানা 🗹থেকে যুদ্ধবন্দী꧑ হিসেবে আটক করা আড়াই হাজার ইউক্রেনীয় যোদ্ধাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান ম্যাখোঁ ও শোলজ। বিবৃতিতে চ্যান্সেলরের কার্যালয় জানায়, ফোনালাপে অবিলম্বে যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের উপর জোর দিয়েছেন দুই নেতা।
আর ক্রেমলিন জানায়, কিয়েভের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু করার জন্য উন্মুক্ত হয়ে আছে মস্কো। তবে বিবৃতিতে পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়নি। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট আলোচনার জন্য ছাড় দিতে ‘আগ্রহী’ নন জানা🍸লেও যেকোন মূল্যে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানান।
রাশিয়ার দেওয়া তথ্য অনুসারে, নয়শোর বেশি ইউক্রেনীয় যোদ্ধাকে অধিকৃত দোনেৎস্কের ওলেনিভকাতে গ্রাম ꦰএকটি কারাগারে আটকে রেখছে তারা। গুরুতর জখমসহ অল্প কয়েকজনকে ডোনেৎস্কের নভোজভস্ক শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২৪ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে দুই দেশের প্রতিনিধিদল অন্য দেশের মধ্যস্ততায় ও দ্বিপꦫাক্ষিকভাবে একাধিক দফা আলোচনা করেছে। তবে যুদ্ধ থামানর সব প্রচেষ্টাই ভেস্তে গেছে।