পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে ইউরোপের বেশ কিছু দেশে গ্যাস সরবরাহ বন্ধ 𒁏করে দেয় রাশিয়া। ইউক্রেন হয়ে ইউরোপের যেসব দেশে গ্যাস সরবরাহ করা হতো তা ফের চালু করেছে গ্যাজপ্রম।
রোববার মস্কোর গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি জানায়, ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে। সুদঝা পয়েন্ট দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার গ্যাস সরবরাহ হয়। ইউক্রেনে অবস্থিত এই পয়েন্ট দিয়ে শনিবার থ🌸েকে এখন পর্যন্ত ৪৪ দশমিক ১ মিলিয়ন কিউবিক গ্যাস সরবরাহ হয়েছে।
গ্যাজপ্রম বলছে, ইউরোপে আরেকটি পয়েন্ট দিয়ে ইউক্রেন হয়ে গ্যাস সরবরাহ করা হয়। তা সোখরানভকায় অবস্থিত। এটি অন্যতম প্রধান পয়েন্ট। তবে এই রুট দিয়ে গ্যাস সরবরাহের আ🐭বেদন প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।
রয়টার্স বলছে, ১২ মে ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কিয়েভ প্রশাসন। পদিন ১৩ মে ইউরোপের অন্যতম গ্যাসের ডিলার গ্যাজপ্রমের ওপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। রাশিয়ার গ্যাসে🐽র ওপর ইউর🧸োপের উচ্চ নির্ভরশীলতা অনেক বেশি। ইউক্রেনে যুদ্ধ শুরু হলে এই অঞ্চলে রুশ গ্যাস সরবরাহের বাজার অস্থির হয়ে পড়ে।