রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর অনেক দেশই ইউ𝔉ক্রেনে সামরিক ও অর্🧸থ সহায়তা পাঠিয়েছে। কিছুটা দেরি করলেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জার্মানিও তাদের সাহায্য করছে।
তবে জার্মানির কাছে যেসব আধুনিক অস্ত্র আছে তা ইউক্রেনের সেনারা চালাতে পারদর্শী নয়। তাই পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের 🀅দেশগুলোকে সোভিয়েত আমলে তৈরি সামরিক সরঞ্জাম পাঠাতে আহ্বান জানায় দেশটি। বিনিময়ে তাদের অত্যাধꦯুনিক প্রযুক্তির অস্ত্র দেওয়ার কথা দেয় জার্মানি।
অথচ পোল্যান্ডসহ কয়েকটি দেশ তাদের অস্ত্র ইউক্রেনকে পাঠালেও এর বিনিময়ে জার্মানি এখনও তাদের কোন সরঞ্জাম দেয়নি। এ নিয়ে জার্মানির বিরুদ্ধে প🧸্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আনজেই দুদা। এএফপির খবরে এমন তথ্য জানাဣ গেছে।
পোল্যান্ডের দাবি জার্মানি তাদের ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি পালন করছে না। আর জার্মানি বলছে, এত দ্রুত পোল্যান্ডে ভারি অস্ত্র সরবরাহ সম্ভব নয়। পোল্যান্ড তাদের কাছে সর্বাধুনিক লেপার্ড ꦯট্যাংক দাবি করেছে বলেই দেরি হচ্ছে। কারণ জার্মান সেনাবাহিনীর কাছেই এই মডেলের যথেষ্ট ট্যাংক নেই।
তাই ভুল বোঝাবুঝি এড়াতে মঙ্গলবার বার্লিনে দুই পক্ষকে বৈঠকে🃏 বসার আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।