বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে গণধর্ষণের মাম🔯লায় ১১ জনের কারাদণ্ড দিয়েছেন ভারতে🗹র এক আদালত। এরমধ্যে ৯ জন বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে ৭ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।
টাইমস অব ইন্ডꦛিয়া বলছে, ২০২১ সালের ২৭ মে ২২ বছর বয়সি এক বাংলাদেশি নারীকে ধর্ষণ মামলায়𓂃 শুক্রবার এই রায় দেন বেঙ্গালুরুর আদালত।
আদালতের রায়ে ১১ জনকে দোষী ꦡসাব্যস্ত করা হয়। এরমধ্যে ৭ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড, একজনের ২০ বছর ও অপর একজনের ৫ বছর সাজা দেওয়া হয়। এছাড়া ভারতের দুইজন নারীকে ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বাংলাদেশি দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁদ মিয়া, মোহাম্মদ রিফাকদুল ইসলাম, মোহাম্ম🎐দ আলামিন হোসেন, রকিবুল ইসলাম, মোহাম্মদ বাবু শেখ, মোহাম্মদ ডালিম ও আজিম হোসেন, তানিয়া খান ও মোহাম্মদ জামাল।
গত বছর ধর্ষণের একটি ভিডিও ভাইরাল হলে ঘটনাটি জানাজানি হয়। পরে বেঙ্গালুরুতে এটি সংঘটিত হয়েছে বলে 🦋প্রমাণিত হয়। অপরাধ সংঘটিত হওয়ার ২৮ দিনের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তারা। ৩ মাসে এর বিচার শেষ করা হয়েছে। ধর্ষণের ভিডিও ভাইরাল হলে ভারত ও বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যা জাতীয় পর্যায় পর্যন্ত আলো๊চনার জন্ম দেয়।
এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বি𒆙ভিন্ন ধারা এবং অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের পাশাপাশি ফরেনার্স অ্য🉐াক্টের অধীনে একটি মামলা করা হয়েছিল।