দিল্লিতে ভবনে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৮:৩১ এএম

ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনে আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আর💛ও বাড়তে পারে। শু🍸ক্রবার (১৩ মে) বিকেলের দিকে আগুনের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছ🌱ে𓄧ন ৪০ জনের মতো। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, স্থ🌠ানীয় সময় শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে পূর্ব দিল্লির মুন্ডাকা মেট্রো স্টেশনের পাশে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। ভবন থেকে ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করে তারা। এ ছাড়া ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ💦।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস♎।

দ🧸িল্লি ফায়ার সার্ভিসের ডেপুটি চিফ অফিসার সুনীল চৌধুরী বলেন, “ভবনটি ছিল সিসিটিভির গোডাউন ও অফিস। আমরা তল্লাশি অব্যাহত রেখেছি। লোকজন বলছেন, এখনো অনেকেই আটকা পড়ে আছেন।”

ভারতের প্রধানমন্ত্রী নর💜েন্দ্র মোদি প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত প্রত্যেকের জন্য ১ লাখ এবং আহত প্রত্ꦚযেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।