ইউরোপে আক্রমণের কোনো ইচ্ছে মস্কোর নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। তিনি অভিযোগ করেন, কিন্তু ইউক্রেনে রাশিয়ার ‘সামরিক মহড়াকে’ তীবౠ্রভাবে ব্যর্থ দেখতে চায় পশ্চিমা বিশ্ব।
বুধাবার (১১ মে) ওমানের রাজধানীর মাসকাত๊ে এক 🦹সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী লেভরভ বলেন, “আপনা✃রা ইউরোপে যুদ্ধের সম্ভাবনা নিয়ে চিন্তিত হলেও, আমরা মোটেও তা চাই না।”
তিনি🃏 বলেন, “কিন্তু আমি আপনাদের দৃষ্টি আকর্ষন করতে চাই, পশ্চিমারা ক্রমাগত ও অবিরামভাবে বলছে এই পরিস্থিতিতে রাশিয়াকে পরাজিত করা প্রয়োজন।”
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে অস্ত্র ও বিভিন্ন সহায়তা দিয়ে কিয়েভের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব। তবে পশ্চিমা মিত্র মার্কিন সরকার ও ইউরোপের অনেকে দাবি করছেন, ইউরোপে যুদ্ধ বাধানো র🍃াশিয়ার উদেশ্য। এই অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পশ্চিমা ও মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। দেশটির সঙ্গে অনেকে ব্যবসায়িক সম্পর্ক কমিয়ে দিয়েছেন। ক্রেমলিনের হিসাবে, চলতি বছর রাশিয়ার অর্থীন꧒িতি ৮ দশমিক ৮ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে।