ইউরোপে আক্রমণ করবে না রাশিয়া

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২২, ০৯:৩৭ পিএম

ইউরোপে আক্রমণের কোনো ইচ্ছে মস্কোর নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে🐷ই 🥃লেভরভ। তিনি অভিযোগ করেন, কিন্তু ইউক্রেনে রাশিয়ার ‘সামরিক মহড়াকে’ তীব্রভাবে ব্যর্থ দেখতে চায় পশ্চিমা বিশ্ব।

বুধাবার (১১ মে) ওমানের রাজধানীর মাসকাতে এক সংবাদ সম্মেলনে তিন🦩ি এসব কথা বলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী লেভরভ বল꧅েন, “আপনারা ইউরোপে যুদ্ধের সম্ভাবনা নিꦛয়ে চিন্তিত হলেও, আমরা মোটেও তা চাই না।”

তিনি বলেন, “কিন্তু আমি আপনাদের দৃষ্টি আকর্ষন করতে চাই, পশ্চিমারা ক্রমাগত ও অবিরামভাবে বলছে এই পরিস্থিতিতে রাশিয়াকে পরাজিত করা প্✤রয়োজন।”

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে অস্ত্র ও বিভিন্ন সহায়তা দিয়🐼ে কিয়েভের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব। তবে পশ্চিমা মিত্র মার্কিন সরকার ও ইউরোপের অনেকে দাবি করছেন, ইউরোপে যুদ্ধ বাধানো রাশিয়ার উদেশ্য। এই অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পশ্চিমা ও মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। দেশটির সঙ্গে অনেকে ব্যবসায়িক স๊ম্পর্ক কমিয়ে দিয়েছেন। ক্রেমলিনের হিসাবে, চলতি বছর রাশিয়ার অর্থীনিতি ৮ দশমিক ৮ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে।