অধিকৃত পশ্চিম তীরে কাতারভিত্তিক সংব🗹াদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহꦍিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যের বরাতে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যমটি।
স্থানীয় সময় বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের সংবাদ সংগ্রহের সময় ☂গুলিবিদ্ধ হন শিরিন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয꧒়ে যাওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যদিও তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও স্পষ্ট নয়, তবে ঘটনার বিভিন্ন ভিডিওতে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি🐟 আবু আকলেহের মাথায় আঘাত হানতে 💦দেখা গেছে।
🐠এসময় আরেক ফিলিস্তিনি সাংবাদিককেও পেছনে গুলি লেগেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত আলি সামুদি জেরুজালেমভিত্তিক কুদস পত্রিকায় কাজ করেন। তার অ🎀বস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
ফিলিস্তিনের রামাল্লা শহর থেকে আল-জাজিরার আরেক সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, “আমরা সর্বশেষ যা জানি তা হল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরিনকে মৃত্ ঘোষণা করেছে। শিরিন আবু আকলেহ জেনিনের ইসরায়েলই অভিযানের খবর সংগ্রহ করছিলেন। দখলকৃত পশ🐼্চিম তীরের উত্তরে অবস্থিত শহরটিতে 🉐ইসরায়েলি অভিযান চলাকালীন তার মাথায় গুলি লাগে।”
২০০০ সালে থেকে আল-জাজিরারဣ সাথে কাজ করছেন শিরিন। যুদ্ধের খব🅠র সংগ্রহের জন্য তার বিশেষ পরিচিতি রয়েছে।