স্বাধীনতা দিবসে ইসরায়েলে সন্ত্রাসী হামলায় নিহত ৩

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২২, ০২:১৬ পিএম

ইসরায়েলে স্বাদীনতা দিবস উপলক্ষে পার্কে ঘুরতে যাওয়া ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে দুইজন সন্ত্রাসী। হামলা তিনজন নিহত হয়েছেন। এতে আরো একজন আহত হয়েছেন। ইসরায়েলের স্বাধীনতা দিবস উদযাপনের দিন বৃহস্পতিবার (৫ এপ্রিল) এই হামলার 🎃ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদপত্রের বরাতে ব্রিটিশ সংবাদম🔯াধ্যম বিবিসি বলছে, ৪ ও ৫ এপ্রিল স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে সরকার🎃ি ছুটি চলছে। ছুটির সময়ে ঘুরতে অনেকে ইলাদ শহরের এক পার্কে যান। পার্ক থেকে বের হওয়ার সময় কয়েকজনের ওপর দুইজন হামলা চালায়। তাদের হাতে ধারালো ছুরি ছিলো।

মতি জিবার্ট নামে এক স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী বলেন, “তারা পার্ক থেকে বিশুদ্ধ বাꦓতাস উপভোগ করে বের হয়ে নিষ্ঠুরভাবে প্রাণ হারালো।”

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপ🐭িড বলেন, “স্বাধীনতা দিবসের আনন্দ মুহুর্তের মধꦗ্যে কেটে গেলো। ইলাদে এই খুন আমাদের হৃদয় আত্মাকে নাড়া দিয়েছে।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন বলেন, “সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলার তীব্র নিন𝔉্দা জানাই।ꦐ”

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনার স্থা🐼ন অবরোধ করে রাখা হয়েছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে🔴 বিস্তারিত জানা যাবে।